সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিআইসিএম-এর বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)-এর বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ২১ মে ২০২৫ তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স-এর ডিন ও সহযোগী অধ্যাপক জনাব নাঈমা মাসউদ নীলা ও বিআইসিএম-এর উপ-পরিচালক জনাব মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, পুঁজিবাজারের উপর এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের জ্ঞানকে আরো শানিত করবে। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ তাঁর বক্তব্যে বিআইসিএম ও এসআইইউ কর্তৃক যৌথভাবে আয়োজিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

এ ধরনের প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে মন্তব্য করেন স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স-এর ডিন জনাব নাঈমা মাসউদ নীলা।

বিআইসিএম-এর উপ-পরিচালক জনাব মো. সিরাজুল ইসলাম বলেন, এসআইইউ- এর শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম-এর এ আয়োজন।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক জনাব ফাইমা আক্তার ও প্রভাষক জনাব মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধইশরাকের অনুসারীর দখলে মৎস্য ভবন মোড়, যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধগাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, মৃত্যুর ঝুকি