সিলেটে মসজিদে বাতি জ্বালানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারে মসজিদের বাতি জ্বালানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে।

গতকাল রবিবার রাতে উপজেলার পাতন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুহিদুর রহমান মিন্টু ওই গ্রামের ছওয়াব আলীর ছেলে।
আহতদের চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, রবিবার রাত ১১টার দিকে মসজিদের বাতি জ্বালানো নিয়ে স্থানীয় রেজা আহমদ ও নোমান মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রেজার ভাই মিন্টু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মিন্টু।

ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে দলই মনে করেন না শেবাগ!
পরবর্তী নিবন্ধকেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি : এরশাদ