সিলেটের ৪ জেলায় পরিবহন ধর্মঘট,দুর্ভোগে যাত্রীরা

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

রোববার সকালে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট চলাকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যান। ট্রেনে আসা যাত্রীদেরও পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। যানবাহন না পেয়ে অনেকে বাস কাউন্টারের সামনে বসে আছেন।

যারা ছুটিতে এসেছিলেন যানবাহন না থাকায় অফিসে উপস্থিত হতে তারাও ভোগান্তি পোহাচ্ছেন।

বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন সারা দেশ থেকে আসা পর্যটকরা।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ধর্মঘটে বাসসহ সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।

তিনি জানান, গত মে দিবসের কর্মসূচিতে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা তাদের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাংচুর চালায়। এরপর এ ঘটনায় থানায় উল্টো তাদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

পাঁচ দফা দাবিসমূহ হচ্ছে, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতির ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করা।

পূর্ববর্তী নিবন্ধচীনের বিরুদ্ধে সিআইএ’র২০ এজেন্টকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধনরসিংদীর জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি