‘সিরিয়ায় ক্ষমতা দেখে ইসরাইল পাগল হয়ে গেছে’

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরিয়ায় এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত হওয়ায় ইহুদিবাদী ইসরাইল পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপদেষ্টা বাসিনা শাবান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের ইসলামি বিপ্লববার্ষিকীর এক অনুষ্ঠানে রোববার তিনি এ কথা বলেছেন। খবর রেডিও তেহরানের।

বাশার আসাদের উপদেষ্টা আরও বলেন, এফ-সিক্সটিন জঙ্গিবিমানটি ইরান ভূপাতিত করেছে বলে ইসরাইল অভিযোগ করছে। কিন্তু এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই বিমানটি ভূপাতিত করেছে। শুধু জঙ্গিবিমান নয়, ইসরাইলের অনেক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। এজন্য ইসরাইল এখন পাগল হয়ে গেছে। কারণ এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ইসরাইলি যুদ্ধাস্ত্রগুলোর টিকে থাকার ক্ষমতা নেই।

শনিবার সকালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের এফ-সিক্সটিন জঙ্গিবিমানকে ভূপাতিত করার পর তেল আবিব জনমতকে ধোঁকা দিতে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে। দখলদার ইসরাইল দাবি করছে, সিরিয়া নয় বরং ইরান জঙ্গিবিমানটি ভূপাতিত করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পূর্ববর্তী নিবন্ধবইমেলায় সব মাধ্যমেই বই কেনা যাবে : হাইকোর্ট
পরবর্তী নিবন্ধমোবাইলসহ পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পেলে গ্রেফতার