বিনোদন ডেস্ক:
বলিউডের দুই রথী সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের নানা গল্প শেয়ার করেছেন ভারতীয় র্যাপার মিকা সিং। সম্প্রতি এক পডকাস্টে তিনি সালমান খান সম্পর্কে বেশ কিছু গোপন কথা প্রকাশ করেন। তার মতে, সালমানের নানা রূপ রয়েছে, যা অনেকের অজানা।
সালমান প্রসঙ্গে এক বিস্ফোরক কথা ফাঁস করেন মিকা। বলেন, ‘সালমান ভাই যদি দু পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে সালমান আর নিজের মধ্যে থাকে না। সালমানের কাছে তখন সবাই তার প্রিয় বন্ধু। অন্য একটা জগতে চলে যান তিনি। জোরে জোরে হাসেন। খুব মজা করেন। একবার তো সালমান দু পেগ ড্রিঙ্ক করে নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না। তবে হ্যাঁ, নেশা করলেও সালমান কখনও বেহুঁশ হন না। তিনি একেবারেই ভোলেন না তিনি একজন অভিনেতা, দেশের নামকরা একজন মানুষ। তাই তার ব্যবহার খুবই মাপা থাকে।’
মিকা সিং দাবি করেন, সালমান দিনে একরকম ও রাতে অন্যরকম। তার মুড বোঝা খুবই কঠিন। মুড যদি ভালো থাকে, তাহলে সে রাজা। আর মুড খারাপ থাকলে, সালমানের থেকে বড় গুণ্ডা আর কেউ নেই।
মিকা আরও বলেন, ‘সালমান দিনের বেলা কিছুটা খিটখিটে থাকেন। তার সঙ্গে কথা বলার সেরা সময় হলো সন্ধ্যা ছয়টা থেকে রাতের মধ্যে। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত সালমান ভাইয়ের থেকে দূরে থাকাই ভালো।’