সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না

নিউজ ডেস্ক:

ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করেছিল। সার্চ কমিটির মেয়াদ তিন দফা বেড়ে ১০ মে ছিল শেষ দিন। এই কমিটির মেয়াদ আর বাড়ছে না। আজ বিকেলে মিরপুর সাঁতার কমপ্লেক্সে যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ ট্যালেন্ট হান্টে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। উদ্বোধনের পর সাংবাদিকরা সার্চ কমিটির মেয়াদ নিয়ে প্রশ্ন করলে এর উত্তরে উপদেষ্টা বলেন, ‘সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সার্চ কমিটি অলমোস্ট সাত মাস আমরা (অতিবাহিত) করেছি।’

ফুটবল, ক্রিকেট বাদে অন্য ফেডারেশনগুলো সার্চ কমিটির প্রস্তাবনার মাধ্যমে গঠিত হচ্ছিল। ৫৩ ফেডারেশন/এসোসিয়েশনের মধ্যে প্রায় অর্ধেক ইতোমধ্যে অ্যাডহক কমিটি গঠন হয়েছে। আরো বিশটির বেশি ফেডারেশন/এসোসিয়েশনের কমিটি পুর্নগঠন বাকি রয়েছে। এ নিয়ে উপদেষ্টা বলেন, ‘সার্চ কমিটির যে ফেডারেশনের কমিটিগুলোর করার কথা, আমাদের প্রস্তাবনাগুলো দেয়ার কথা। আমি যতটুকু জানি উনাদের কমপ্লিট হয়েছে। আজ যেহেতু অফিস ডে না, নেক্সট অফিস ডে উনারা সেগুলো আমাদের জমা দেবেন।’

ক্রীড়াঙ্গনে বেশ কয়েকটি ফেডারেশনে কমিটি বদলে শুধু কিছু মুখের পরিবর্তন হয়েছে। বাস্তবিক অর্থে, গঠনতন্ত্র/নীতিমালা পরিবর্তন করে প্রকৃত সংস্কার হয়নি। এ নিয়ে উপদেষ্টার মন্তব্য, ‘আমাদের আরো কিছু কাজ রয়েছে। গঠনতন্ত্র, সাংগঠনিক রিফরমশেন করতে হবে। এজন্য একটা এনএসসি থেকে ঐ সংক্রান্ত একটি কমিটি করে আবার কাজ করব।’

গত বছর ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন হয়েছিল। সার্চ কমিটির অফিস আদেশে কার্য পরিধি হিসেবে উল্লেখ ছিল, ‘বিদ্যমান ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা সমূহের গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া ও প্রতিনিধি মনোনয়ন, সার্বিক কর্মকান্ড ইত্যাদি সম্পর্কে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ আলোকে পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করা ’ও‘ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিশদ পর্যালোচনাপূর্বক সুপারিশমালা প্রণয়ন; এবং প্রয়োজনীয় সংষ্কারের উদ্দেশ্যে প্রযোজ্য অন্যান্য বিষয়াদি সম্পর্কিত প্রস্তাবনা।’

কার্যপরিধিতে গঠনতন্ত্র ও অন্য সংস্কারের বিষয়গুলো উল্লেখ থাকলেও পরবর্তীতে সার্চ কমিটিকে ফেডারেশন কমিটি পুর্নগঠনে বেশি মনোযোগ দিতে হয়েছে। সার্চ কমিটি গঠনের আট মাস সময় পেরিয়ে গেলেও এখনো অনেক ফেডারেশনে কমিটি বদল হয়নি আর যে জন্য মূলত কমিটি করা হয়েছিল সেই গঠনতন্ত্র, নীতিমালা সংস্কারের উদ্যোগও দৃশ্যমান হয়নি।

সাঁতার ফেডারেশনের প্রতিভা অন্বেষণকে সাধুবাদ জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাঁতার আমাদের জাতীয় জীবনের সাথে জড়িত। সাঁতার ফেডারেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। এ রকম ট্যালেন্ট হান্ট হলে ভালো মানের খেলোয়াড় আমরা খুজে পাব।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন ইলেকট্রনিক স্কোর বোর্ডের সংস্কার ও গ্যাস লাইন সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদী-শেহবাজকে প্রধান উপদেষ্টার সাধুবাদ
পরবর্তী নিবন্ধমেসির গোলের পরও বিধ্বস্ত ইন্টার মায়ামি