সাভারে ৩৫ ভাগ ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে : শিল্পমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাভারে ৩৫ ভাগ ট্যানারী শিল্প স্থানান্তর করা হয়েছে, বাকি ৬৫ ভাগ ট্যানারি শিল্প স্থানান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার সংসদে জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হাজারীবাগস্থ ট্যানারি শিল্প কারখানাগুলো সাভারস্থ চামড়া শিল্পনগরীতে পুরোপুরি স্থানান্তরিত না হলেও বরাদ্দপ্রাপ্ত ১৫৪টি ট্যানারীর মধ্যে এ পর্যন্ত অর্থাৎ চলতি বছর ৩১ মে পর্যন্ত ৫৫টি ট্যানারী শিল্প প্রতিষ্ঠান সাভারস্থ চামড়া শিল্পনগরীতে ওয়েট ব্লু উৎপান কার্যক্রম আরম্ভ করেছে। শিগগিরই আরও কিছু ট্যানারী শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম আরম্ভ করবে।
আমু বলেন, সাভারস্থ চামড়া শিল্পনগরীতে পরিবেশ সম্মতভাবে চামড়া প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে এই প্রথম ‘কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)’ স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে সুওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান (এসটিপি) ইনটিগ্রেটেড’ করে তৈরি করা হয়েছে।
আমির হোসেন বলেন, ৪টি মডিউলের মধ্যে ইতোমধ্যে ২টি মডিউলের মাধ্যমে ট্যানারি এ্যাফুলয়েন্ট পরিশোধনের কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি ৩টি ‘কমন ক্রোম রিকভারি ইউনিট (সিসিআরইউ)’-এর মাধ্যমে এফ্লুয়েন্ট থেকে ক্রোম আলাদা করা হচ্ছে।
তিনি বলেন, ভৌত অবকাঠামোর মধ্যে যেমন রাস্তা, ড্রেন, পানি, বিদ্যুৎ, গ্যাস লাইন স্থাপন করা হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে স্থানান্তর কার্যক্রমের জন্য কিছু সংখ্যক ট্যানারী শিল্পে কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটলেও সাভারে স্থানান্তরিত ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন এখন আগের তুলনায় বৃদ্ধি পাবে এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির হার বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
পরবর্তী নিবন্ধআফগান কমান্ডোর গুলিতে ৩ মার্কিন সেনা নিহত