সাভারে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

পপুলার২৪নিউজ,সাভার প্রতিনিধি:
সাভারে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার ভোর রাতে সাভারের তুরাগ নদীর কাউন্দিয়া দিয়াবাড়ি খেয়াখাট এলাকা থেকে ওই দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়।

নৌকাডুবির এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ওই শিশুর খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এর আগে রোববার রাত ১০টার দিকে সাভারের কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি খেয়াঘাট এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত জানান, রাতে মিরপুর থেকে নৌকায় করে ফেরার পথে তুরাগ নদীর কাউন্দিয়া দিয়াবাড়ি খেয়াখাট এলাকায় সাতজনকে বনহকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও তিন শিশু নিখোঁজ হয়।

পরে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দিলে তারা নদীতে কয়েক ঘন্টা তল্লশি করে ভোরর রাতে ১১ ও ১২ বছর বয়সী দুই মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। তবে এখনও এক শিশু নিখোঁজ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ
পরবর্তী নিবন্ধক্যাডেট পলেন হত্যা মামলার কার্যক্রম চলবে