সাব-রেজিস্ট্রার শহীদুল্লাহর ৬ বছরের কারাদণ্ড

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল্লাহর ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মুহাম্মদ আকতারুজ্জামান এ রায় দেন।

মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে প্রমাণিত দুটি অভিযোগে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগও তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত