সাবের হোসেনের সঙ্গে সমঝোতা নয়: পাপন

পপুলার২৪নিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদকে ঘিরে আইনি জটিলতার মধ্যেই সাবেক বোর্ড সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। অভিযোগ করেছিলেন দেশের ক্রিকেটের বিকাশ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছেন সাবের হোসেন।

এবার বিসিবি বিষয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা করবেন না বলে জানিয়েছেন পাপন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বোর্ড চলবে। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হবে না।

মঙ্গলবার বেক্সিমকো কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বোর্ড পরিচালনা নিয়ে বিচলিত হওয়ার মতো কোনো সিদ্ধান্ত আদালত দেননি। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই।

এদিকে বোর্ডের বর্তমান কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত রাখার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করলেও কার্যক্রম স্থগিত করেননি আদালত।

এ প্রেক্ষিতে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠানে কোনো ‘বাধা নেই’।

নাজমুল হাসান বলেন, সভা অনুষ্ঠানে কোনো স্থগিতাদেশ না থাকায় এজিএম অনুষ্ঠিত হবে। ওই সভায় বিসিবি কীভাবে চলবে- সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এর আগে বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন এনে পাঁচ বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি চিঠিকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়।

সেই প্রেক্ষাপটে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন রোববার একটি রিট করেন।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ  সোমবার রিটের শুনানি করে মঙ্গলবার রুল জারি করেন। রুলে বিসিবির কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত রাখার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়।

তবে পরিচালনা পর্ষদের কার্যক্রমে আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি।

এর ফলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠানে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন আইনজীবীরা।

পূর্ববর্তী নিবন্ধবুধবার কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধচাকরি গেল উল্টো পথে যাওয়া সচিবের গাড়িচালকের