তামিমের পর ফিরলেন সৌম্য

পপুলার২৪নিউজ ডেস্ক:

6দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রানে ফেরার পুরস্কার পেলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত ওপেনার তামিম ইকবালের সাথে ইনিংস শুরুর দায়িত্ব পেলেন তিনি।

দায়িত্ব পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগালেন অফ ফর্মে থাকা এই ড্যাশিং ব্যাটসম্যান। প্রথম ওভারেই স্যান্টনারের বলে দুই চার হাঁকিয়ে নিজেকে জানান দিলেন তিনি। এরপর আবারও বড় স্কোরের আশা জাগিয়ে ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রানেই ক্যাচ তুলে দিলেন তিনি।

অনেকদিন পর যোগ্য সঙ্গীকে পেয়ে জ্বলে উঠেছিলেন তামিম ইকবালও। কিন্তু ১৫ বলে ২৪ রানের ছোট্ট ঝড় তুলে ট্রেন্ট বোল্টের বলে গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন তিনি। সৌম্যর বিদায়ের পর সাব্বিরের সাথে জুটি বাঁধেন সাকিব আল হাসান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.৪ ওভারে ৮২ রান।

রোববার বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।

তার সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেন রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪১ রানে তুলে নেন প্রথমসারির ৩ উইকেট। কিন্তু এরপরই অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন প্রতিরোধ গড়ে ১২৪ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত স্বাগতিকরা ৪ উইকেটে ১৯৪ রানে করে।

পূর্ববর্তী নিবন্ধআজ আদালতে যাচ্ছেন না খাদিজা
পরবর্তী নিবন্ধমাশরাফি-ইমরুল আহত