সাকিবের নাইট রাইডার্সে বোল্ট-ওকস

পপুলার২৪নিউজ ডেস্ক:

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলাম। সারা ক্রিকেটবিশ্বের চোখ এখন সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টের দিকে। নিলামে অনুমিতভাবেই টানাটানি লেগেছিল দুর্দান্ত অল-রাউন্ডার বেন স্টোকসকে নিয়ে। শেষ পর্যন্ত ১৪.৫ কোটি রুপি দিয়ে তাকে দলে টেনে বাজিমাত করে পুনে! এদিকে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স কিনে নিল কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসকে।

আইপিএলের নিলামে ক্রিস ওকসের ভিত্তি মূল্য ধরা হয় ২ কোটি রুপি। তবে নিলামে খুব বেশি অর্থ পাননি তিনি। ওকসকে ৪ কোটি ২ লাখ রুপির বিনিময়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ভয়ঙ্কর কিউই পেসার ট্রেন্ট বোল্টকেও কিনে নিয়েছে কলকাতা। গতবার মুস্তাফিজের জন্য হায়দরাবাদের হয়ে তার একাদশে থাকাটা অনিয়মিত ছিল। এবার কলকাতা তাকে ৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। বোল্টের ভিত্তিমূল্য ছিল মাত্র দেড় কোটি রুপি!

এদিকে দুই নতুন তারকাকে স্বাগত জানিয়েছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি টুইট করে লিখেছেন, কেকেআর পরিবারে স্বাগত জানাই। দলের জন্য তারা অবদান রাখতে পারবে আমরা আত্মবিশ্বাসী।

পূর্ববর্তী নিবন্ধসংবিধানের দুই অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিটের আদেশ ২৬ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধইনস্টাগ্রামে সাহসী ছবি দিয়ে অপমানের শিকার বাঙালি অভিনেত্রী!