সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বিশ্বরোড মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার মুমিন মিয়া (৩৮) ও যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু পুত্র নুরুন্নবী (৩ মাস)।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল কাদের জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে একজন এবং ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে ফের সময় পেল সরকার