সরকারি চাকরিজীবীদের চেয়ে বেতন বেশি পায় সাংবাদিকরা : অর্থমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ডের প্রয়োজন নেই মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি চাকরিজীবীদের চেয়ে সাংবাদিকরা বেশি বেতন পায়।

মঙ্গলবার সচিবালয়ে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

বৈঠকে নবম ওয়েজবোর্ড নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা (নবম ওয়েজবোর্ড) টোটালি আননেসেসারি। তাদের বেতন নির্ধারণ বাজারের উপর ছেড়ে দেয়া উচিৎ।

তিনি বলেন, আজকের বৈঠকে বুঝেছি সরকারি চাকরিজীবীদের তুলনায় সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বেতন বেশি। সুতরাং, ওয়েজবোর্ড রাখাটা আননেসেসারি।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ বোমা হামলা; টাঙ্গাইলে ১৪ জনের ২০ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাকিবকে টপকে শীর্ষে জাদেজা