সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতিতে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করছেন সরকারি কলেজের বিসিএস শিক্ষকেরা। ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতি শেষ হবে কাল সোমবার।

এদিকে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির কারণে আজ ও কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিসিএস শিক্ষকেরা বলছেন, তাঁদের দাবি মানা না হলে আগামী বছরের জানুয়ারি মাসে তাঁরা আবারও কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সম্প্রতি উপজেলা পর্যায়ের প্রায় ৩০০ কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই ৩০০ কলেজের প্রায় ১২ হাজার শিক্ষকও ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হবেন—এমন ধারণা থেকে বিসিএস শিক্ষকেরা এ আন্দোলনে নেমেছেন। অবশ্য শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারিকরণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে বিসিএস শিক্ষকের সংখ্যা ১৫ হাজারের বেশি। শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ আছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সুশৃঙ্খল সড়কই আমাদের এগিয়ে চলার গতি বাড়াতে পারে’
পরবর্তী নিবন্ধশাহজালালে ১১৭৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ