সমাবেশে যাচ্ছেন না মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছায়েদুল হক উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করলেও সমাবেশে যোগ দেবেন না। রবিবার সকালে মন্ত্রী ছায়েদুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্যার দুপুরে সরকারি কর্মসূচি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করে চলে আসবেন। বিকেলে চান্দুরায় যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটিতে যোগ দেবেন না। ১৪৪ ধারা জারির জন্য নয়, রোডস এর বাংলোটি অরক্ষিত হওয়ার কারণে মন্ত্রী সমাবেশে যাবেন না বলেও জানান তিনি।

এর আগে মন্ত্রী ছায়েদুল হকের বিজয়নগর সফরকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রবিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এ ছাড়া বিজয়নগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার সন্ধ্যায় ২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করে বিকেলে চান্দুরায় একটি সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের।

তবে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

পরে এ দিন বিকেলেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন রবিবার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধকোহলিদের সঙ্গে দ্রুত দেখা হবে আফ্রিদির
পরবর্তী নিবন্ধরিয়াল মাদ্রিদ না বার্সেলোনা