সবার নজর ৮০ মিলিয়ন ডলারের চাইনিজ সিনেমার দিকে

বিনোদন ডেস্ক:

গত বছরের কান চলচ্চিত্র উৎসবে ‘ব্ল্যাক ডগ’-এর জন্য আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জিতেছিল চীনা নির্মাতা গুয়ান হুর ছবি। এবারও তিনি নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। তার সর্বশেষ চলচ্চিত্র ‘ডং জি আইসল্যান্ড’ অংশ নিচ্ছে কানে। এই ছবির বাজেট ৮০ মিলিয়ন ডলারেরও বেশি। ছবিটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। সবার নজর এখন এই ছবির দিকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত হয়েছে ‘ডং জি আইসল্যান্ড’। গুয়ান হু ও তার দীর্ঘদিনের সহকারী পরিচালক ফেই জেনশিয়াং যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন। এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে একদল দ্বীপবাসী জীবন বাজি রেখে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। জাপানি সেনাবাহিনীর চোখ এড়িয়ে তারা উদ্ধার করে ডুবে যাওয়া একটি জাপানি যুদ্ধজাহাজে আটক ব্রিটিশ যুদ্ধবন্দীদের। ‘লিসবন মারু’ নামের একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প। এতে অভিনয় করেছেন চীনের শীর্ষ তারকারা, যার মধ্য আছেন ঝু ইলং, উ লেই ও নি নিই প্রমুখ।

১৪ মে কান বাজারে ক্রেতাদের জন্য ১৭ মিনিটের প্রোমো প্রদর্শিত হবে ছবিটির। এটি চীনে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে। এছাড়া গুয়ান হু কান উৎসবে আরও একটি নতুন ছবি নিয়ে গেছেন। ‘আ মেন অ্যান্ড আ ওমেন’ নামের ছবিটির গল্প কমেডিনির্ভর।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী
পরবর্তী নিবন্ধআগে টাকা নিয়ে পরে তদন্ত করেন তিনি