সবাইকে পেছনে ফেলে আবারও শীর্ষে সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রবিন্দ্রচন্দ্র অশ্বিনের মধ্যে লড়াইটা চলছেই। গত সপ্তাহে পরপর দুই বার তাদের মধ্যে সেরার অবস্থান অদল-বদল হয়েছিল। ২০ মার্চ আইসিসি প্রকাশিত নতুন তালিকায় আবারও প্রথম স্থান দখল করেছেন সাকিব। দুইয়ে নেমে গেছেন অশ্বিন।

আইসিসি প্রকাশিত নতুন ওই তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন সাকিব (২১), মুশফিকুর রহিম (২৮)। সাম্প্রতিক এ তালিকাটি কলম্বো টেস্টকেও বিবেচনায় নিয়েছে। এতে ছয় উইকেট নেন সাকিব। টেস্টটিতে বাংলাদেশ জিতেছে চার উইকেটের ব্যবধানে। এ জয়ের ফলে শ্রীলংকার সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের বেন স্টোক ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ পাচার মামলায় সালামের জামিন
পরবর্তী নিবন্ধমুফতি হান্নানের রিভিউ খারিজের রায় প্রকাশ