সবধরনের ওষুধ ভ্যাটের আওতামুক্ত থাকছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

জীবন রক্ষাকারী সবধরনের ওষুধ ভ্যাটের আওতামুক্ত থাকছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

শনিবার রাজধানীতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত ‘ওষুধ খাতে ভ্যাট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

নজিবুর রহমান বলেন, ‘ভবিষ্যতে জীবন রক্ষাকারী ওষুধ আমদানি করলে তাও ভ্যাটের আওতামুক্ত থাকবে। ’

অনুষ্ঠানে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে কোন প্রভাব পড়বে না। আর বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের বাজারে ওষুধের মূল্যবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন এ আইনে ওষুধ কিনতে গিয়ে ক্রেতাদের কোনো প্রকার ভ্যাট (মূল্য সংযোজন কর) পরিশোধ করতে হবে না।

তিনি বলেন, নতুন ভ্যাট আইনে শতকরা ১৫ ভাগ ভ্যাট উৎপাদক প্রতিষ্ঠান আগের মতো পরিশোধ করবে। ফলে গ্রাহকদের কোনো ভ্যাট দেয়ার প্রয়োজন হবে না।

 

পূর্ববর্তী নিবন্ধরবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন
পরবর্তী নিবন্ধকাজী শুভ’র মিউজিক ভিডিওতে মডেল তৃষ্ণা