সপ্তাহের একদিন ব্যাংক খোলা চায় কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: সারাবিশ্বের নেয় বাংলাদেশও দিনে দিনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি মানছে না গ্রাহকরা সেই কারণে আতঙ্কে আছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। সেই জন্য অধিকাংশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সপ্তাহের একদিন লেনদেন করার দাবি জানান। এ বিষয়ে রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা বলেন, আমরা খুবই আতঙ্কে আছি। আমাদের পরিবার ও আমাদের নিয়ে আতঙ্কে আছে তাই সরকারের কাছে আমাদের দাবী সপ্তাহে একদিন ব্যাংক চালু থাকুক। একইভাবে ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা একই দাবি জানান। সপ্তাহে একদিন ব্যাংক লেনদেন হোক।করোনাভাইরাস এরইমধ্যে কয়েকজন ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছে। সরকারি-বেসরকারি খাতের আরও অনেক ব্যাংকের পরিস্থিতি একই ধরনের। এদিকে এরই মধ্যে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার ব্যাংকটির প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে। জ্যেষ্ঠ ওই কর্মকর্তা গত রোববার পর্যন্ত অফিস করেছেন। গতকালকরোনা পরীক্ষায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া করোনা রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা লকডাউন করে দেওয়া হচ্ছে। যেসব এলাকা লকডাউন করে দেওয়া হচ্ছে সেসব এলাকার শাখাগুলো বন্ধ করে দিচ্ছে ব্যাংকগুলো। সরকারি ছুটির মধ্যে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে।

তবে বেতন ভাতা প্রদানের কারণে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের সব শাখা খোলা রয়েছে। অগ্রণী ও রূপালী ব্যাংক অল্প কিছু শাখা খোলা রাখলেও জনতা ব্যাংক সব শাখা খোলা রেখেছে। বেসরকারি ব্যাংকগুলোও তাদের উল্লেখযোগ্য সংখ্যক শাখা খোলা রেখেছে। তবে সোনালী ব্যাংকের মতো ভিড় অন্য ব্যাংকগুলোতে নেই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের প্রায় ১১ হাজার ব্যাংক শাখার মধ্যে প্রায় ৪ হাজার শাখা খোলা আছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলছে ব্যাংকিং কার্যক্রম। সরকারি ছুটির মধ্যে ব্যাংকারদের এক রকম বাধ্য হয়ে অফিস করতে হচ্ছে। এ জন্য কয়েকটি ব্যাংক কর্মীদের ঝুঁকি ভাতা দিলেও বেশির ভাগ ব্যাংকই তা করছে না। এবিষয়ে সোনালীর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানা ভাতা বিতরণের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় আমাদের ব্যাংকের মাধ্যমে। তাই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক কারণে সেবা চালু রাখতে হচ্ছে। আতাউর রহমান আর ও বলেন, করোনাভাইরাস নিয়ে আমরাও আমাদের কর্মী নিয়ে আতঙ্কে আছি। কিভাবে সীমিত আকারে ব্যাংকের লেনদেন করা যায়। বাংলাদেশ ব্যাংকে এ ব্যাপারে একটা চিঠি দিয়েছি। একদিন পর একদিন ব্যাংকের লেনদেন করার জন্য। তিনি বলেন, রোববার ব্যাংক খোলা থাকবে সোমবার বন্ধ থাকবে। আবার মঙ্গলবার লেনদেন চলবে আবার বুধবার বন্ধ থাকবে এবংবৃহস্পতিবার এ লেনদেন চালু হবে। এইভাবে সপ্তাহে তিন দিন। তবে তিনি অনলাইনের ব্যাপারে জোর দিচ্ছেন। তিনি বলেন আমাদের দেশে অনলাইন ব্যাংকিং যদি শক্তিশালী হতো তাহলে আমাদের এত ভোগান্তি হতো না। তবে করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়েছে অনলাইন ব্যাংকিং শক্তিশালী প্রয়োজন।এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণেআমাদের কর্মীরা আতঙ্কে আছে । অনেক ব্যাংকাররা সপ্তাহে একদিন লেনদেন চায়। আপনি এটাকে কীভাবে দেখছেন। এমন প্রশ্নের জবাবে শামসুল ইসলাম বলেন, আমার মনে হয় সরকার লেনদেন কমিয়ে আনতে পারে। সরকার যে সিদ্ধান্ত নেয় আমরা সেটা মেনে নিব। সরকার সব দিকদিয়ে কেয়ারফুল। তিনি আরো বলেন, গ্রাহকরা এখনো সচেতন না সোশ্যাল ডিসটেন্স মানে না। সে কারণে আমাদের কর্মীবাহিনী আতঙ্কের মধ্য কাজ করে যাচ্ছেন। রূপালি ব্যাংকে কর্মরত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা থাকলেও বর্তমানে প্রায় প্রতিদিন ব্যাংকিং সেবার পরিসর বিস্তৃত করা হচ্ছে। প্রতিদিন ব্যাংক গ্রাউন্ডে শতশত গ্রাহক জমা হচ্ছেন সেবা নিতে। এরা কেউই মানছেন না সামাজিক দূরত্বের নিয়মাবলী । ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন লাখ লাখ সাধারণ গ্রাহক ও কয়েক লাখ ব্যাংককর্মী।

পূর্ববর্তী নিবন্ধজ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
পরবর্তী নিবন্ধচাঁদপুর মেঘদাইর মানব কল্যাণ সংঘ কর্তৃক দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ