সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত

পুলার২৪নিউজ প্রতিবেদক :
দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এদিকে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালনোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে পরিত্যক্ত টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সরকার বার্ক স্বাধীনতা খর্বে খড়গহস্ত : অ্যামনিস্টি