সংলাপে ১১ দফা প্রস্তাবনা দেবে আওয়ামী লীগ : কাদের

পপুলার২৪নিউজ ডেস্ক:

১৮ অক্টোবর (বুধবার) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত সংলাপে সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা আওয়ামী লীগ দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির সংলাপে অংশ নেওয়া রাজনীতির জন্য ইতিবাচক। বিএনপি শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় তারা নির্বাচনে আসুক। সংলাপে অংশগ্রহণ প্রমাণ করছে তারা নির্বাচনেও আসবে।

ওবায়দুল কাদের বলেন, দুর্বলকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় না। তিনি আরো বলেন, আগের (২০১৪ সালের ৫ জানুয়ারি) নির্বাচনেও আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি অংশ নিক। ওই নির্বাচনে অংশ না নিয়ে তাদের বিশাল ক্ষতি হয়ছে- তা এখন সবাই বলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বিদেশ সফর সম্পর্কে যা বলার তা সুপ্রিম কোর্ট ও আইনমন্ত্রীই বলেছেন। এর বাইরে সরকারের আর কোনো বক্তব্য নেই।

এ ছাড়াও অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সিএনজিচালিত অটোরিকশা সরকার নির্ধারিত ভাড়া ও মিটার-পদ্ধতি মানছে না। ঢাকায় কিছুটা মানলেও চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় চলছে একেবারেই স্বেচ্ছাচারিতা।

সিটিং সার্ভিস সম্পর্কে তিনি বলেন, সিটিং সার্ভিস ব্যবস্থাকে চেষ্টা করেও লাইনে আনা যাচ্ছে না। সিটিং সার্ভিসের নামে বাস মালিকরা গণপরিবহনে অরাজকতা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে চিন্তা-ভাবনা করছে।

পূর্ববর্তী নিবন্ধএকাধিক ছেলের সঙ্গে সম্পর্ক, মেয়েকে খুন করল বাবা-মা
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দিতে তৎপর বিএনপি : খাদ্যমন্ত্রী