সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : হানিফ

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। এই নির্বাচনকে নিয়ে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরির অপচেষ্টা করছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছিল এজন্য তারা জনগণ থেকে ছিটকে পড়েছে, আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ’ভারতের সাথে বাংলাদেশের কোনো সামরিক চুক্তি সই হয়নি একটি প্রতিরক্ষা সমঝোতা হয়েছে। এই দেশে ২০০২ সাথে চীনের সাথে বিএনপি সামরিক চুক্তি করেছিল। সেই গোপন চুক্তিতে কী ছিল সেটা আপনারাই (বিএনপি) জানেন দেশবাসী জানে না। অথচ এখন ভারতের সাথে সামরিক সমঝোতা চুক্তি নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ’

এসময় জেলা যুবলীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

পূর্ববর্তী নিবন্ধভূগর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার পর্যন্ত নেমে গেছে :খন্দকার মোশাররফ হোসেন
পরবর্তী নিবন্ধসহায়ক সরকার নিয়ে আলোচনা নয় : হাছান মাহমুদ