ষোড়শ সংশোধনী নিয়ে আপিলের রায় সোমবার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে সোমবার রায় দেবেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি নিয়ে গত ১ জুন আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

রোববার আপিল বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, পরবর্তী দিনের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে ‘সরকার বনাম অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অন্যান্য’ শীর্ষক মামলাটি রায় ঘোষণার জন্য রাখা আছে।

গত ৮ মে আপিল বিভাগে শুনানি শুরুর পর ১১ দিন রাষ্ট্র ‍ও রিট আবেদনকারীর বক্তব্য শোনেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ সর্বোচ্চ আদালতের বিচারকরা।

পাশাপাশি অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর বক্তব্যও শোনেন আপিল বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধচিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে সাংবাদিক দুলালের মৃত্যু
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩৮ জন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান