শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ঢাকা মহানগরীর বৃহত্তর ডেমরার (ডেমরা, যাত্রাবাড়ি, কদমতলী) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। একই সঙ্গে আরও দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং স্কাউট গ্রুপ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে প্রতিটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হলেও আজ রবিবার এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়।

২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে ১ম স্থান অধিকার করে দেশসেরা হবার গৌরব অর্জন করা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য নৈপুণ্য প্রদর্শন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহে এই প্রতিষ্ঠান থেকে লোক সঙ্গীতে জোনায়েদ মাসুদ ও পুস্পিতা মির্জা, লোকনৃত্যে অর্পিতা অধিকারী ও সাবিহা বিনতে মাহবুব, তাৎক্ষণিক অভিনয়ে মো. নাফিস আল মাহমুদ বিজয়ী হন।

পূর্ববর্তী নিবন্ধসাকিব-মিরাজের ঘূর্ণিতে ৩ উইকেটে নেই অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধভালুকায় বোমা বিস্ফোরণে নিহত ১, বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ