শ্যামপুরে শিশু গৃহকর্মীকে গরম পানি ঢেলে নির্যাতন

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ঢাকা মেস এলাকায় লাবণী (১২) নামে শিশু গৃহকর্মীকে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গৃহকর্ত্রী মারিয়া সুলতানাকে আটক করেছে।

বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাটি ঢাকা মেস নতুন আলী বহরের বিক্রমপুর হাউজিংয়ের একটি বাড়ির ৬ তলায় তাওহীদ হোসেনের বাসা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। শিশুটিকে নির্যাতনের সময় তার চিৎকারে ওই বাড়ির বাসিন্দারা ছুটে যান। তারা পুলিশে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠায়। এ সময় গৃহকর্ত্রী মারিয়া সুলতানাকে আটক করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, শিশুটিকে নির্যাতনের বিষয় গৃহকর্তা তাওহিদ হোসেনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তিনি তার স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এছাড়া শিশুটিকে মারধরের সময় প্রতিবেশীরা বাধা দিলে উল্টো তাদের ওপর চড়াও হতো মারিয়া।

এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহকর্ত্রী মারিয়া সুলতানাকে আটক করা হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের লালকুঠিতে। শিশুটির মা অন্ধ, বাবা নাছির আরেক নারীকে বিয়ে করে অন্যত্র চলে গেছে। এক স্বজনের মাধ্যমে এক বছর আগে ওই বাসায় তাকে কাজে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩৬
পরবর্তী নিবন্ধগাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে দুইযাত্রী নিহত