স্পোর্টস ডেস্ক:
পৃথিবীর নিষ্ঠুরতম খেলা। যে খেলা আবেগ তৈরি করতে পারে, কিন্তু নিজে আবেগ বুঝে না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলান আর বার্সেলোনার ম্যাচে সেটি আরেকবার প্রমাণিত হলো।
গতকাল মঙ্গলবার ইতালির সানসিরোতো শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্টার। এতে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেছে ইতালিয়ান ক্লাবটি।
প্রথম লেগ শেষ হয়েছিল ৩-৩ সমতায়। যে কারণে দ্বিতীয় লেগে যেকোনো এক দলকে জিততেই হতো। সেই লড়াইটিই শেষ দিকে এমনভাবে জমে উঠেছিল যে, উভয় দলের ভক্তরাই বেশ আবেগতাড়িত হয়েছেন।
মঙ্গলবার ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল বার্সা। এরপর ৯৩ মিনিটে গোল করে সমতায় ফেরে ইন্টার। ৯৯ মিনিটে আবারও গোল করে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচটি ছিল দুই অর্ধে ভিন্ন চিত্র। প্রথমার্ধে ইন্টার আধিপত্য দেখিয়ে দুই গোলের লিড নেয়। ২১ মিনিটে লাওতারো মার্টিনেজ কাউন্টার অ্যাটাকে গোল করেন এবং বিরতির ঠিক আগে হাকান চালহানওগ্লু পেনাল্টি থেকে লিড বাড়ান।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সা। এরিক গার্সিয়া এবং দানি ওলমো মাত্র ৬ মিনিটের ব্যবধানে গোল করে স্কোর সমতা ফেরান। এছাড়া ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার একাধিক দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়ে রাখেন।
কিন্তু ৮৭ মিনিটে গোল করেন রাফিনহা। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। সফরকারীদের দলের সমর্থকরা তখন মনে করেছিলেন, কাতালানদের জয় প্রায় নিশ্চিত।
কিন্তু ইন্টার শেষ মুহূর্তে মরিয়া হয়ে ওঠে। ৯৩ মিনিটে ডেনজেল ডুমফ্রিস বল বাড়ান ৩৭ বছর বয়সী ফ্রানচেস্কো আচেরবির দিকে। সেখান থেকে এক টাচে দুর্দান্ত শটে গোল করেন আচেরবি। ২০তম মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় এটি প্রথম গোল! এর মাধ্যমে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৯ মিনিটে মার্কাস তুরাম ডান দিক থেকে দৌড়ে বল বাড়ান বদলি খেলোয়াড় দাভিদে ফ্রাত্তেসিকে, যিনি নিজেকে প্রস্তুত করে নিখুঁতভাবে শট নিয়ে বল জড়ান পোস্টের নিচের কোনায়, যা স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলে।
সোমার এরপর তরুণ লামিন ইয়ামালের দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন এবং ইন্টারের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখেন।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ফ্রাত্তেসি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে ম্যাচটা শেষ করতে পেরেছি। আমি এত চিৎকার করেছি যে চোখের সামনে সব অন্ধকার হয়ে গিয়েছিল। আমি থেরাপিস্টদের ধন্যবাদ জানাই, কারণ সাম্প্রতিক দিনগুলোতে আমি ভালো ছিলাম না। আমি এই জয় তাদের উৎসর্গ করছি। এটা অবিশ্বাস্য। আমি কিছু বলার মতো অবস্থায় নেই। আজ রাতে অবিশ্বাস্য কিছু ঘটেছে।’
মোভিস্টার প্লাসকে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেন, ‘ফুটবল আজ আমাদের প্রতি নিষ্ঠুর হয়েছে। আবার ২-০ গোলে পিছিয়ে পড়েও যে মানসিকতা আমরা দেখিয়েছি, তা প্রশংসনীয়। আমরা তরুণ খেলোয়াড়ে ভরা একটি দল এবং এটা আমাদের জন্য দুর্দান্ত একটি বছর হয়েছে। আমরা এখনো লা লিগার শিরোপার জন্য লড়ছি।’
কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ট্রেবল জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া বার্সা এখন মনোযোগ দেবে শুধু লা লিগায়। রোববার তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের।
ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) অথবা আর্সেনালের মুখোমুখি হবে ইন্টার।