শোকাবহ আগস্ট মাসে জনতা ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক:

শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় বিভাগীয়, এরিয়া অফিসসহ দেশব্যাপী ৯১১ টি শাখার মাধ্যমে ২৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারাগাছ রোপনের কর্মসূচী বাস্তবায়ন করছে জনতা ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুছ ছালাম আজাদ (বীরমুক্তিযোদ্ধা) ধানমন্ডিস্থ ব্যাংকের এরিয়া অফিস ঢাকা পশ্চিম কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ মুরশেদুল কবীর ও এরিয়া ইনচার্জ মোঃ রুহুল কবির সহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতোমাকে নিয়ে ইচ্ছে করে
পরবর্তী নিবন্ধ‘চীনের করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে’