শেষ মুহূর্তে গোল হজম বায়ার্নের, অপেক্ষা বাড়লো কেইনের

স্পোর্টস ডেস্ক;

জিতলেই চলতি মৌসুমে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হয়ে যেতো বায়ার্ন মিউনিখের। রেড বুল অ্যারেনায় দেখা যেতো আনন্দময় আর উৎসবমুখর এক সন্ধ্যা। হ্যারি কেইনের হাতে শোভা পেতো ক্যারিয়ারের প্রথম কোনো শিরোপা। কিন্তু বায়ার্নের কাঙ্ক্ষিত কোনো কিছুই ঘটেনি।

বায়ার্নের শিরোপা উদযাপনে অপেক্ষা বাড়িয়েছে আরবি লাইপজিগ। শনিবার জার্মান বুন্দেসলিগায় ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন। কিন্তু এরপরই গোল করেন লাইপজিগ। ৩-৩ গোলে ড্র করে পূর্ণ তিন পয়েন্ট আদায়ে ব্যর্থ হয় বায়ার্ন।

লাইপজিগের ঘরের মাঠে শুরু থেকেই চাপে পড়ে বায়ার্ন। একের পর এক আক্রমণে আসতে থাকে স্বাগতিকরা। প্রথমে দুটি সুযোগ মিস করে লাইপজিগ। তবে লিড নিতে বেশি দেরি করেনি।

১১ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে জাভি সিমন্সের সহায়তায় গোল করেন বেঞ্জামিন সেশকো। ফলে ১-১ ব্যবধানে এগিয়ে যায় লাইপজিগ।

বুন্দেসলিগার শীর্ষ গোলদাতা হ্যারি কেইন ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা জয়ের আশায় থাকলেও সাসপেনশনের কারণে গ্যালারি থেকে খেলা দেখছিলেন। এই ফরোয়ার্ড দলে থাকায় বায়ার্ন আক্রমণভাগে ছিল নিস্তেজ।

বিরতির ছয় মিনিট আগে আবারও গোল করে লাইপজিগ। ডেভিড রাউমের ফ্রি কিক থেকে হেডে বল জালে ফেলেন লুকাস ক্লোস্টারমান। এতে লাইপজিগের লিড দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৬২ মিনিটে মাইকেল ওলিসের কর্নার থেকে হেডে গোল করেন এরিক ডায়ার। পরের মিনিটেই ওলিস জোরালো শটে সমতা ফেরান (২-২)।

লেরয় সানে খেলার ৭ মিনিট বাকি থাকতে গোল করেন। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়ে বায়ার্ন ভেবেছিল, তারা আজই শিরোপা উদযাপন করতে পারবে। হ্যারি কেইন গ্যালারি থেকে নেমে সাইডলাইনে এসে সতীর্থদের সঙ্গে উদযাপনের জন্য প্রস্তুতিও নেন।

কিন্তু লাইপজিগের ইউসুফ পুলসেন সেই আনন্দে ছেদ টানেন। ৯৪ মিনিটে বায়ার্ন গোলরক্ষক জোনাস উরবিগকে চিপ করে বল জালে জড়িয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।

বায়ার্ন পরের সপ্তাহে ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে আতিথ্য দেবে। সেখানে তাদের লিগ শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকবে।

বুন্দেসলিগায় এখনো দুই ম্যাচ বাকি বায়ার্নের। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬। টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের (৩১ ম্যাচে) চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।

বায়ার্ন যদি বাকি দুই ম্যাচে হেরে যায় এবং লেভারকুসেন তিন ম্যাচ জিতলে দুই দলের পয়েন্টই সমান হবে। তবে গোল ব্যবধানে অনেকটা এগিয়ে থাকবে বার্য়ান। সে হিসেবে বায়ার্নের ঘরেই উঠবে বুন্দেসলিগার ৩৪তম শিরোপা। অপেক্ষার প্রহর শেষ হবে কেইনের।

এই ড্র লাইপজিগকেও শীর্ষ চারে থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার দৌড়ে টিকিয়ে রেখেছে। তারা বর্তমানে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএডিবি-আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট দেবো: অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধআবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল