‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল’

পপুলার২৪নিউজ ডেস্ক:

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল।

স্পিকারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালীম আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের সংসদীয় কার্যক্রম, বাণিজ্য সুবিধা,নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এখন দৃশ্যমান। এ সময় তিনি মরক্কোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার গৃহীত একটি বাড়ী একটি খামার প্রকল্প গ্রামীন অর্থনীতি তথা সার্বিক প্রবৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, যা অনুসরণযোগ্য।

এ সময় রাষ্ট্রদূত বলেন,মরক্কোর জাতীয় সংসদে ৩৯৫ জন সংসদ সদস্য রয়েছেন, যার মধ্যে ৮১ জন নারী। এ সময় তিনি ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ সম্মেলনে মরক্কোর অংশগ্রহণের কথা উল্লেখ করে সম্মেলনের সফল আয়োজনের জন্য স্পিকারের প্রশংসা করেন।

স্পিকার দু’দেশের মধ্যে সংসদ সদস্যদের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠণের উপর গুরুত্বারোপ করে বলেন, এতে করে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিজেপি নেতাকে পিটিয়ে বদলি পুলিশ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধফেসবুকে ছড়ানো ছবিটির সেই তরুণী সাব্বিরের কাজিন