শেখ হাসিনার কৌশলে ভেস্তে গেছে বিএনপির ষড়যন্ত্র: কাদের

পপুলা২৪নিউজ প্রতিবেদক :
হেফাজতে ইসলামকে দিয়ে শাপলা চত্বরে আরেকটি অবরোধ গোপন ষড়যন্ত্র শেখ হাসিনার বাস্তববাদী কৌশলের কারণে ভেস্তে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৫ মে হেফাজতের অবরোধে ঢাকাবাসীকে শাপলা চত্বরে আসার আহ্বান জানিয়েছে। আর এখন সমালোচনা করছে। তাদের মন খুব খারাপ। আসলে মে মাসে তলে তলে তাদের আরেকটি শাপলা চত্বর বাস্তবায়নের চেষ্টা শেখ হাসিনার বাস্তববাদী কৌশলের কারণে ভেস্তে গেছে।

এসময় বিএনপির মহাসচিবের সমঝোতার আহ্বানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমঝোতার পরিবেশ বিএনপিই নষ্ট করেছে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, যদি রাজনীতি করেন, তাহলে নির্বাচন আপনাদের অধিকার। এটা সুযোগ বা করুণা না।

তিনি বলেন, নির্বাচন কমিশনে এখন আপনাদের একজন, আমাদের একজন; লেভেল প্লেয়িং ফিল্ড।

এসময় তিনি বিএনপির অভ্যন্তরেই গণতন্ত্রের চর্চা নেই বলেও মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা বর্ধিত সভা করছি। নতুন সদস্য নিচ্ছি, সদস্য রিনিইউ করছি। যাতে করে আমাদের মধ্যে কোনো প্যারাসাইট ঢুকতে না পারে, সে চেষ্টা করছি। আওয়ামী লীগকে পরগাছামুক্ত করতে এবার অনুপ্রবেশকারী ঠেকানোর পরিকল্পনা নিয়েছি আমরা। আর এটি হবে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট র‌্যাংকিংয়ে পয়েন্ট যোগ হলো বাংলাদেশের
পরবর্তী নিবন্ধরবিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল