শুরুতেই করুনারত্নেকে ফিরিয়ে দিলেন রাজ্জাক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই প্রান্তেই স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু করেছিল বাংলাদেশ। এর ফলও হাতেনাতে পাওয়া গেল। শুরুতেই লিটন দাসের স্ট্যাম্পিং বানিয়ে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে দিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এ নিয়ে ৪ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভালো কিছুর আভাস দিলেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ শেষে শ্রীলংকার সংগ্রহ ২৭/১। কুশল মেন্ডিস ২৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা শূন্য রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। ফলে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটস্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

এ টেস্টে বালাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। সানজামুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন আব্দুর রাজ্জাক। এ নিয়ে ৪ বছর পর জাতীয় দলের জার্সি পরে খেলতে নামলেন তিনি। আর মোসাদ্দেক হোসেনের জায়গায় এসেছেন সাব্বির রহমান।

এ ম্যাচে শ্রীলংকা দলেও এসেছে দুটি পরিবর্তন। স্পিনার লক্ষন সান্দাকানের জায়গায় এসেছেন আকিলা ধনাঞ্জয়া। এ নিয়ে ক্রিকেটের অভিজাত সংষ্করণে অভিষেক হচ্ছে তার। ব্যাটসম্যান বাড়িয়ে বোলার কমিয়েছে সফরকারীরা। দলে ঢুকেছেন দানুষ্কা গুনাথিলাকা। বাদ পড়েছেন পেসার লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, ‍মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দানুষ্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।

পূর্ববর্তী নিবন্ধউকিল ছাড়া অন্যদের আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধমেসির তৃতীয় ছেলের নাম ‘সিরো’