শিশু অলি হত্যায় ভগ্নিপতিসহ দু’জনের ফাঁসি বহাল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
শিশু মাহফুজুর রহমান অলি (৮) হত্যা মামলায় ভগ্নিপতি সাহেব আলীসহ দু’জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন মুকুল হোসেন।

এছাড়া আসামি মো. রাসেলের যাবজ্জীবন কমিয়ে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, রাজশাহীর মোহনপুর উপজেলার আবদুর রবের ছেলে মাহফুজুর রহমান অলি ২০১০ সালের ২৭ এপ্রিল স্কুল থেকে নিখোঁজ হয়। কয়েক দিন পর জানা যায়, আশপাশের লোকজনের সহযোগিতায় আসামি রাসেল তাকে স্কুল থেকে সাইকেলে করে নিয়ে যায়।পরবর্তী সময়ে খোঁজাখুজির একপর্যায়ে মোহনপুরের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৭ এপ্রিল দিবাগত রাতে অলির বাবা আবদুর রব বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাহেব আলী, মো. মুকুল হোসেন ও রাসেলকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, সাহেব আলী তার শ্বশুরের অর্থ আত্মসাৎ করতে শ্যালককে হত্যা করে। এ ঘটনায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১২ সালের ২৩ জানুয়ারি সাহেব আলী ও মুকুল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আসামি রাসেলকে যাবজ্জীবন দেন।

আজ হাইকোর্ট আসামিদের করা আপিল খারিজ করে দিয়ে দু’জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এছাড়া একজনের সাজা কমিয়ে ১৪ বছর করেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন এ এফ এম মেজবাহ উদ্দিন, এস এম আবদুল মুবিন ও শরিফুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে কুয়ায় পড়ে তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘ভূতের ভয়ে’ বাড়ি ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট তেমের