শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন

বিনোদন ডেস্ক :  আজ শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করেছেন।

একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।

বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। দিনভর শিল্পীদের মেলা বসেছিল এফডিসিতে।

এদিন সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ৷ চলে ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন, এবার ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা।

পূর্ববর্তী নিবন্ধএবার নতুন আতঙ্ক নিওকোভ, কোনো টিকাই কার্যকর নয়!
পরবর্তী নিবন্ধসিডনি সিক্সার্সকে উড়িয়ে দিয়ে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্স