শিমুল বিশ্বাস ও ছাত্রদল সভাপতি ৫ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শুক্রবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর আদালতের হাকিম সত্যব্রত শিকদার। একই দিন পুলিশের অপর একটি আবেদনের প্রেক্ষিতে রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বৃহস্পতিবার বকশীবাজার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। একই দিন বিকালে নয়া পল্টন থেকে রাজীব আহসানকে গ্রেফতার করে পুলিশ। শিমুলকে শাহবাগ থানার এবং রাজীবকে মতিঝিল থানায় পুলিশের করা নাশকতা মামলার আসামি করা হয়েছে।

শুক্রবার বিকালে পৃথক আবেদনে পুলিশ ১০ দিনের করে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠান।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের হাত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধদু’দিনের সফরে ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী