শিগগিরই প্রকাশ পাবে ইউএনও তারিক সালমনকে হেনস্তার কারণ

পপুলার২৪নিউজ ডেস্ক :
বরিশালের আদালতে বরগুনা সদরের সাবেক ইউএনও গাজী তারিক সালমনকে হেনস্তার প্রকৃত কারণ খুব শিগগিরই প্রকাশ পাবে। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি রবিবার বরিশালে সংশ্লিষ্টদের সাক্ষ্যগ্রহণ শেষে একথা জানিয়েছেন।

সকালে বরিশাল সার্কিট হাউজে তদন্ত কমিটি গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলার বাদী জেলা আওয়ামী লীগের (বহিষ্কৃত) ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ওবায়েদ উল্লাহ সাজু, আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মোখলেছুর রহমান এবং মামলার আদেশের দিন দায়িত্বরত ৬ পুলিশ সদস্যদের সাক্ষ্যগ্রহণ করেন। এই সাক্ষ্য বিশ্লেষণ করে আর কারও সাক্ষ্যের প্রয়োজন আছে কিনা না সেটা কমিটি খতিয়ে দেখবে।

এছাড়াও বঙ্গবন্ধুর ছবি বিকৃত হয়েছে এমন অভিযোগে ইউএনও গাজী তারিক সালমনকে কেন তৎকালীন জেলা প্রশাসক কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন এবং কেন ইউএনও’র বিরুদ্ধে মামলা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধএসেছিলেন ফ্রেমবন্দি হতে উদ্ধার হলেন বাক্সবন্দি অবস্থায়
পরবর্তী নিবন্ধঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা ঘটনায় গ্রেফতার ৩