শিক্ষার্থীদের দুপুরের খাবারে মৃত সাপ!

পপুলার২৪নিউজ ডেস্ক: 

স্কুলশিক্ষার্থীদের দেয়া দুপুরের খাবার নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা। খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এমন ঘটনা এবারই প্রথম ঘটল ভারতে।

এবার শিক্ষার্থীদের খাবারে মিলেছে মৃত সাপ। বৃহস্পতিবার ভারতের হরিয়ানার ফরিদাবাদের রাজকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ইতিমধ্যে ওই খাবার খেয়ে দুই শিক্ষক এবং ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। খবর সংবাদ প্রতিদিনের।

এ ঘটনায় স্কুলটিতে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ইস্কন ফুড রিলিফ ফাউন্ডেশনের উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওইদিন খাবার খেতে বসার পর থেকেই কোনো একটা বাজে গন্ধ পাওয়া যাচ্ছিল।

তবু অনেকেই খাবার খাওয়া শুরু করে। এরপরেই এক ছাত্রী খাবারের মধ্যে সাপের মৃতদেহ দেখতে পায়। সেই বিষয়টি সবার নজরে আনে।

পূর্ববর্তী নিবন্ধআরবাজ মালাইকার দাম্পত্যের আনুষ্ঠানিক ইতি
পরবর্তী নিবন্ধবিয়ে করছেন উদয়-নার্গিস ফাখরি