শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ে

দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিভাবকের মোবাইল ব্যাংকিং একাউন্টে ম্যাসেজ মাধ্যমে ২৪ হাজার ১শ৪৯ জন পাঠানো হচ্ছে। গত বছর উপবৃত্তির টাকা শিক্ষথীর মাঝে বিতরণ করা নিয়ে সারা দেশে অনিয়মের অভিযোগ ছিলো এই বছরে অনিয়ম রোধ সরকার একটি নীতিমালা করে দিয়েছে।
উপজেলা শিক্ষা অফিস নীতিমালা অনুয়াযী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অভিবাবক মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকার ম্যাসেজ চালু হয়েছে। উপজেলায় ১শ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩০ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর সুফল ভোগ করছে সরকার নীতিমালা করে দিয়েছে প্রতি মাসে৮৫%শিক্ষথীদের উপস্থিত থাকতে হবে। উপস্থিত না থাকলে উপবৃত্তি টাকা থেকে বঞ্ছিত হবে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত উপবৃত্তির টাকা থেকে শিক্ষথীরা থেকে বঞ্ছিত নাহয় প্রধান শিক্ষকরা চেষ্টা করে প্রতিটা বিদ্যালয় প্রথম শ্নেনী থেকে ৫মশ্নেনী পর্যন্ত ৯০%উপস্থিত করে শিক্ষথীদের নামেন তালিকাসহ অভিবাবক দের মোবাইল নাম্বর দিয়ে কাগজপত্র রেডি করে উপজেলা শিক্ষা অফিসে জমা দেন অফিস সুত্রে জানা গেলো এ বছরে উপজেলা ১শ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী নামের তালিকা ২৪ হাজার ১শ৪৯ জন পাঠানো হয়েছে১৬/১৭ অর্থ বছরে জুলাই-আগষ্ট-সেপ্টেম্বর ৩ মাসের উপবৃত্তির টাকা ছারা হয়েছে শিক্ষার্থীদের অভিবাবক মোবাইল ব্যাংকে উপবৃত্তির টাকা ম্যাসেজ পেয়ে খুশির অভিবাবকরা জানান উপবৃত্তির টাকার ম্যাসেজ পেয়ে টাকা উত্তোলন করা নিয়ে জামালা সৃষ্টি হয়েছে। উপবৃত্তির বঞ্ছিত শিক্ষাথীদের তালিকা করে বরাদ্দ আদেশর জন্য পুনরায় করা হয়েছ বলে জানন শিক্ষা অফিসের কর্মকর্তা।

 

 

পূর্ববর্তী নিবন্ধরুট পরিবর্তন করায় গাড়িবহরকে নিরাপত্তা দেয়া যায়নিঃ ওসি রাঙ্গুনিয়া
পরবর্তী নিবন্ধস্বপ্ন মাতা’সম্মাননা পেলেন মেহের আফরোজ চুমকি