শান্তিনগরে আটকে গেল হেফাজতের মিছিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শান্তিনগর এলাকায় আটকে দিয়েছে পুলিশ।

রোহিঙ্গা মুসলমানদের নির্মমভাবে হত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে এবং সামরিক ব্যবস্থা নিয়ে আরাকান স্বাধীন করার দাবিতে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেন হেফাজতের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১২টার দিকে সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররম এলাকা থেকে ঘেরাও কর্মসূচি সফলে মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি সফলে সমাবেশ করেন হেফাজত নেতাকর্মীরা।

হেফাজত নেতা নুর হোসেন কাসেমির সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী আপনি দেখে যান আরাকান স্বাধীন করার জন্য লাখ লাখ মুসলমান প্রস্তুত রয়েছে। আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। অস্ত্র দিন নইলে কূটনীতিক পদ্ধতিতে মিয়ানমারকে নির্যাতন বন্ধে বাধ্য করুন।

তিনি আরও বলেন, ১৯৪৮ সাল থেকে মিয়ানমারে সামরিক জান্তারা অনেক মুসলমানের রক্ত ঝরিয়েছে। অনেক নির্যাতন চালিয়েছে। এতদিনের নির্যাতন-নিপীড়ন আর সহ্য করা হবে না। এখন সময় এসেছে প্রতিবাদের। বাংলাদেশের প্রত্যেকটি মুফতি, ওলামা মাশায়েখ ঐকমত্যে পৌঁছেছেন যে, মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে।

ঘেরাও কর্মসূচি সফলে এর আগে সংগঠনটির পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি সভা ও প্রেস ব্রিফিং করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউধাও কুসুম শিকদারের বিতর্কিত মিউজিক ভিডিও ‘নেশা’
পরবর্তী নিবন্ধকূটনীতিক সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী