বিনোদন ডেস্ক:
মীরা রাজপুতকে ২০১৬ সালের জুলাই মাসে বিয়ে করেন বলিউড তারকা শহিদ কাপুর। মীরা দিল্লির মেয়ে। বিয়ের আগ পর্যন্ত বলিউডের সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আলোচনায় তিনি।
বর্তমানে নিজের একটি প্রসাধনী প্রতিষ্ঠান খুলেছেন মীরা। তাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। যে দিন থেকে বিয়ের কথা ঘোষণা করেন শহিদ, তখন থেকেই সবার মন কৌতূহলী হয়ে ওঠে। মীরার সম্পর্কে জানতে সবাই ভীষণ আগ্রহী হয়ে যায়।
কিন্তু সে সময় শহিদ কাপুরের পরিবার সম্পূর্ণ চুপ ছিলেন। মীরা সম্পর্কে কারো কাছে কোনো কথাই বলেননি তারা। বিয়ের আগে ঠিক কী অবস্থা হয়েছিল মীরার- সে সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন।
মীরার জন্য ২০ বছর বয়সে বিয়ে করা একটা বড় ব্যাপার ছিল। শহিদের সঙ্গে বিয়ের ঠিক হওয়ার পরেই তাই বড় সিদ্ধান্ত নেন তিনি। মীরা বলেন, ‘যে দিন শহিদের সঙ্গে আমার বিয়ের ঠিক হয়, সেই মুহূর্তে ফেসবুকের প্রোফাইল নিষ্ক্রিয় করে দিয়েছিলাম। তারপর দেখি একসঙ্গে প্রায় ৩ হাজার “ফ্রেন্ড রিকোয়েস্ট” এসে জমা হয়েছে।’ সে সময় প্রত্যেকের নজর ছিল তার দিকে।
মীরা জানান, অনেকেই ভাবতেন যে, তিনি স্বপ্নের দুনিয়ায় বাস করছেন। জীবনটা রূপকথার গল্পের মতো হয়ে গিয়েছে। কিন্তু তিনি সেসময় খুবই একা হয়ে গিয়েছিলেন। মীরা বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম, কেউ যদি আমার প্রোফাইল হ্যাক করে দেয়!’ সে সময় নিজের বন্ধুদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন মীরা। মুম্বাই শহরে নিজেকে মানিয়ে নিতেও অসুবিধা হয়েছিল তার। তবে এখন পুরো পরিস্থিতিই বদলে গেছে। দুই সন্তান আর স্বামীকে নিয়ে মীরা বেশ সুখে শান্তিতে আছেন।