শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চার ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ কারণে আলুর বাজার ফেরিঘাটের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা হাজার হাজার যাত্রীবাহী বাস ও মালবোঝাই যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল, ফরিদপুর, বরিশাল থেকে ছেড়ে আসা রাত্রিকালীন বাসযাত্রীরা শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন।

এ ব্যাপারে নরসিংহপুর আলুর বাজার ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. আ. সাত্তার বলেন, রোববার ভোররাত ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।

সূর্যের আলো ফোটার পর সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এখন স্বাভাবিকভাবে সবকটি ফেরি চলাচল করছে।

 

পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন শাবনূর
পরবর্তী নিবন্ধনাসিরনগরে মন্ত্রী ছায়েদুল হকের জানাজায় মানুষের ঢল