শততম টেস্টে আরেকটি মাইলফলকে মুশফিক

পপুলার২৪নিউজ ডেস্ক:
টেস্ট ক্রিকেটে আরেকটি মাইলফলকে পৌঁছে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টেস্টে ১০০টিরও বেশি ডিসমিসালের মালিক এখন মুশফিক।

তিনিই একমাত্র বাংলাদেশী উইকেটরক্ষক যিনি টেস্টে ১০০ বা তারও বেশি ডিসমিসালের মালিক হলেন।

টেস্টে মুশফিকের ডিসমিসালের সংখ্যা এখন ১০১টি।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে শততম ডিসমিসাল থেকে মাত্র ৪টি ডিসমিসাল দূরে ছিলেন মুশফিক। মুশফিকের ডিসমিসাল সংখ্যা ছিল ৯৬টি। এরমধ্যে ৮৫টি ক্যাচ এবং ১১টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক।

দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১টি স্ট্যাম্পিং করেন মুশফিক। আর শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে ৪টি ক্যাচ নেন মুশফিক। ধনঞ্জয় ডি সিলভার উইকেট নিয়ে শততম ডিসমিসালের মালিক হন মুশফিক।

পূর্ববর্তী নিবন্ধভারতের আগ্রায় জোড়া বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধস্মিথ–কোহলিদের ছাড়িয়ে সাকিব–মুশফিক