লৌহজংয়ের পদ্মায় ইলিশ ও জালসহ ১১ জেলে আটক

জেলা প্রতিনিধি, পপুলার২৪নিউজ:

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৫০ কেজি  ইলিশসহ ১১ জেলেকে আটক করে উপজেলা প্রশাসন এবং লৌহজং মৎস্য অফিস। পরে তাদেরকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫০ কেজি  ইলিশসহ ১১ জেলেকে আটক করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট জাল।

সহকারী মৎস্য কর্মকর্তা আরও জানান, জ্যেষ্ঠ  উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে আদলত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন। অভিযান শেষে ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছুরিকাঘাত করে যুবককে খুন
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতির বাসভবনে গওহর রিজভী