লিড প্লাটিনাম সনদ পেল আরও দুই পোশাক কারখানা

নিউজ ডেস্ক : পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ পেয়েছে বাংলাদেশের আরও দুইটি তৈরি পোশাক কারখানা। এতে দেশের লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা দাঁড়ালো ২০৯ এ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ পাওয়া নতুন এই দুই কারখানা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইয়ের কমফিট, ইকো ভিলে এবং নারায়ণগঞ্জের কায়েমপুরের ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড আরএমজি বিল্ডিং। উভয় কারখানাই ১০৪ এর মধ্যে ৮৫ পয়েন্ট নিয়ে প্লাটিনাম সনদ পেয়েছে।

লিড সনদ পাওয়া ২০৯ কারখানার মধ্যে ৭৯টি প্লাটিনাম-রেটেড, ১১৬টি গোল্ড-রেটেড, ১০টি সিলভার-রেটেড ও ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।

বাংলাদেশে বিশ্বের কয়েকটি সেরা কারখানা আছে। শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৫৪টি এবং শীর্ষ ২০টি লিড সনদপ্রাপ্ত গ্রিন কারখানার ১৮টিই বাংলাদেশে।

পূর্ববর্তী নিবন্ধআজ পবিত্র শবে বরাত
পরবর্তী নিবন্ধশবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর