লিটনের পর ফিরে গেলেন ইমরুল

পপুলার২৪নিউজ ডেস্ক:
৪৩ রান এল লিটন-ইমরুল ওপেনিং জুটিতে। ওপেনিংয়ের নতুন জুটি মোটামুটি একটা ভালো শুরু এনে দিলেনও সেটি বেশি দূর টেনে নিয়ে যেতে পারলেন না তাঁরা। কাগিসো রাবাদার বলে স্লিপে ফাফ ডু প্লেসিকে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন দাস। ২১ রানের ইনিংসটিতে যথেষ্ট প্রতিশ্রুতি থাকলেও সেই প্রতিশ্রুতিকে নিরাশাতেই পরিণত করলেন লিটন। ২৯ বলের ইনিংসটিতে ছিল ৪টি বাউন্ডারি।
লিটনের বিদায়ের পর তিন নম্বরে নামা সাকিব আল হাসানের সঙ্গে ইমরুল কায়েস আবার জমিয়ে তোলার চেষ্টায় ছিলেন। ২৪ রানের জুটিটা আশা জাগাচ্ছিল। কিন্তু ভালো খেলতে খেলতেও ৩১ রানে করে বিদায় নিলেন ইমরুল। ডোয়াইন প্রিটোরিয়াসের লেগ স্টাম্পের ওপরের বলটি গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়েছেন তিনি। ইমরুলের ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ১টি ছয়।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২১ ওভারে ২ উইকেটে ১০১। উইকেটে আছেন দলের সবচেয়ে বড় দুই ভরসা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। টেস্ট সিরিজ বিশ্রামে কাটিয়ে দলে ফিরে সাকিবকে দারুণ আত্মবিশ্বাসীই মনে হচ্ছে। এখনো পর্যন্ত ১৭ বলে ১৯ রান করেছেন। ইমরুলের পর উইকেটে আসা মুশফিকের সংগ্রহ ২২।

পূর্ববর্তী নিবন্ধআমি চাই, বাচ্চু চাচার ভিডিও ক্লিপটি ভাইরাল হোক : আগুন
পরবর্তী নিবন্ধবিষণ্নতায় ভুগেছেন পরিণীতিও