লন্ডন থেকে ঢাকার পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য প্রায় চার মাস যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সফরসঙ্গীদের সঙ্গে দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান রয়েছেন।

এর আগে স্থানীয় সময় সোমবার (৫ মে) দুপুর ২টা ১০ মিনিটে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে যাত্রা করেন সাবেক এ প্রধানমন্ত্রী। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান।

সেখানে দেখা যায়, গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনের সিটে বসেছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। চালকের আসনে ছিলেন তারেক রহমান।

সোমবার (৫ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তাকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে জড়ো হন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের জটিলতা বিবেচনায় রেখে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বিশেষ মেডিকেল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন ঘিরে বাসাটি একটি আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যেন কোনো প্রকার স্বাস্থ্য সংকটে দ্রুত সাড়া দেওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধবেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ১৮ জন