লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমের উত্তর কেনসিংটনের বহুতল ‘গ্রেনফেল’ টাওয়ারে অগ্নিকান্ডে বহু মানুষ হতাহত হয়েছে।

বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টা পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি।

এ ঘটনায় আহত অনেকেই চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানান তিনি।

স্টুয়ার্ট কান্ডি আরও জানান, ভবনটিতে আরও কয়েক দিন ধরে উদ্ধার অভিযান চালাতে হবে।

ভবনটির অন্তত ৫০ বাসিন্দাকে পাঁচটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টটেনহামের লেবার পার্টির সংসদ সদস্য ডেভিড ল্যামি বলেছেন, গ্রেনফেল টাওয়ার নিবাসী তার ঘনিষ্ঠ বান্ধবী খাদিজা সায়িকে পাওয়া যাচ্ছে না।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাঁচার জন্য ভবনটির জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়েছেন অনেকে। কেউ কেউ ছোট ছোট বাচ্চাদের নিচে অবস্থানরত মানুষের কাছে ছুড়ে মেরেছেন। নিখোঁজ রয়েছেন ভবনটির বহু বাসিন্দা।

২৪ তলা ভবনটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ২৫০’ কর্মী এবং ৪০ জন ফায়ার ইঞ্জিন (দমকল) কাজ করছে। ব্যাপক সংখ্যক পুলিশও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

যুক্তরাজ্য সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ভবনটিতে আগুন লাগে।

ভবনটির ফ্ল্যাটগুলোতে চারশ’ থেকে ছয়শ’ বাসিন্দা ছিল বলে নটিং ডেল ওয়ার্ড কাউন্সিলর জুডিথ ব্লেকম্যানের বরাতে জানিয়ে দ্য গার্ডিয়ান।

আগুন লাগার পরেও ভবনটিতে ফায়ার অ্যালার্ম (অগ্নি সতর্কবার্তা) বাজেনি বলে অভিযোগ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।

ভবনটির ১৭ তলা থেকে এক বাসিন্দা তার ফুফুকে নিয়ে উদ্ধার হয়েছেন। তিনি চ্যানেল ফোরকে জানিয়েছেন, তারা কোনো ফায়ার অ্যালার্ম শোনেননি।

প্রত্যক্ষদর্শীরা বলছে-তারা ছাদের ওপর থেকে আলো নাড়ানো দেখেছে। তাদের ধারণা ভবনের লোকজন ছাদের ওপর থেকে টর্চের আলো দিয়ে সাহায্য চাইছে। আর্তনাদও তারা শুনতে পেয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী ছাদে আগুন পৌঁছাতে আর বেশি দেরী নেই।

বিবিসির অ্যান্ডি মুর বলছেন ‘ভবন থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখছি। আমরা বড় বিস্ফোরণের শব্দও শুনেছি। কাঁচ ভাঙার শব্দও পেয়েছি।’

বিবিসির সাইমন লেডারমেন জানান, ‘ভবনটি যেভাবে জ্বলছে কয়েক মাইল দূর থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে।’

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন ‘এটা অত্যন্ত গুরুতর ঘটনা।’

আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের দিনটা সালমানের সঙ্গে কাটাবেন শাহরুখ
পরবর্তী নিবন্ধক্যাটরিনা-রণবীরের খুনসুটি