লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরের চরপাতা এলাকায় কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর উপজেলার চরপাতা গ্রামের নুর আলম, আলাউদ্দিন,আবদুল আজিজ, রিয়াজ হোসেন ও ফয়সাল। পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বলেন, ২০১২ সালে রায়পুরের চরপাতা গ্রামের কৃষক আব্দুল মান্নান হত্যা মামলায় ঘটনায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। ২০১৩ সালের ১৩ জুন নয় জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থী হারলেও বাফেট কিনেছেন ১২০০ কোটি ডলারের শেয়ার
পরবর্তী নিবন্ধমার্কিন নিষেধাজ্ঞার বাইরে ‘ইহুদিরা’