রোহিঙ্গা পরিস্থিতি দেখতে উখিয়া যাবেন এরশাদ

পপুলার২৪নিউজ ডেস্ক :

রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে এবং ত্রাণ বিতরণের লক্ষ্যে কক্সবাজারের উখিয়া যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামী বৃহস্পতিবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার যাবেন।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি এবং সোলায়মান আলম শেঠ প্রমুখ নেতা এরশাদের সঙ্গে থাকবেন।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন শেষে পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন তারা।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে সেনা মোতায়েন চায় দুই দল : নুরুল হুদা
পরবর্তী নিবন্ধবোল্ড রূপে বলিউড কাঁপাতে আসছেন কারিশমা