`রোহিঙ্গাদের বাংলা পড়ানো বেআইনি `

পপুলার২৪নিউজ ডেস্ক :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেছেন, উখিয়ার কুতুপালং-এ নিবন্ধিত-অনিবন্ধিত ক্যাম্পে বেশ কিছু এনজিও সংস্থা শিক্ষার্থীদের বাংলা পড়াচ্ছে যা বেআইনি। কোন অবস্থাতেই মিয়ানমারের শিক্ষার্থীদের বাংলা পড়ানোর সুযোগ নেই।

এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিক্ষার্থীরা বাংলাদেশের কোন পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে না। আজ সকালে কুতুপালং ক্যাম্প ও তার আশেপাশের বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এদিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য কুতুপালংয়ে অনিবন্ধিত ক্যাম্পে কক্সবাজার ভিত্তিক এনজিও ‘মুক্তি’ ৭৬টি স্কুল খুলেছে। এসব স্কুলে বাংলা ও ইংরেজির পাশাপাশি নিবন্ধিত-অনিবন্ধিত রোহিঙ্গা শিশুদের বার্মিজ বর্ণমালাও শেখানো হচ্ছে।

এ প্রসঙ্গে ‘মুক্তি’র কর্মসূচি সংগঠক হুমায়ুন কবির বলেন, ‘আমাদের স্কুলগুলোয় বার্মিজ, ইংরেজি ও বাংলা শিক্ষা দেওয়া হয়। স্কুলগুলোতে ১০৬ জন বাংলাদেশি শিক্ষক আছেন। এর বাইরে বার্মিজ বর্ণমালা জানেন, এমন আছেন আরও ৯ শিক্ষক। এছাড়া আরও ৭০জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। ’

তিনি আরও বলেন, আমরা এপ্রিল থেকে স্কুলগুলো চালু করেছি। এসব স্কুলে তিন শিফটের প্রতিটিতে প্রায় ৩৫ জন করে ছাত্রছাত্রী আছে।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের অর্ধশতকে এগোচ্ছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সারা দেশে উৎসবের আমেজ